About Aseelah

বিসমিল্লাহির রহমানির রহিম

আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তায়ালার। আমরা ইহলৌকিক ও পরলৌকিক কল্যানের জন্যে শুধুমাত্র তারই সাহায্য চাই।

বর্তমান বাজার ব্যাবস্থার অরাজকতা ও পুজিবাদের আগ্রাসী আক্রমনের সর্বোচ্চ ভুক্তভোগী দুটি শ্রেনী। এর মধ্যে একটি শ্রেনী হল উৎপাদনকারী প্রতিষ্ঠান বা বাক্তি এবং অপরটি হল ভোক্তা। এই দুই শ্রেনীর মধ্যে সামঞ্জস্যকারী বাজার ব্যাবস্থা পুরপুরি লাগামহীন হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তা।

আর ফুলে ফেঁপে উঠছে মধ্যসত্তভোগী প্রতিষ্ঠান, বাক্তি ও এদের সিণ্ডিকেট । আর এদের দৌরাত্মে ক্ষুদ্র উৎপাদনকারী প্রতিষ্ঠান মানস্মমত পন্য উৎপাদন বন্ধ করে দিচ্ছে । বৃহৎ ও মাঝারি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো মানহীন পণ্য দিয়ে বাজার সয়লাব করে ফেলছে। আর চড়া মূল্য দিয়ে এইসব ভেজাল, নিম্নমানেরর পণ্য কিনতে হচ্ছে আমাদের।

ভেজাল ও বিষাক্ত এইসব খাদ্য পণ্যের সাথে মারাত্মক স্বাস্থ্য ঝুকি সরাসরি সম্পর্কিত। তাই খাদ্য পণ্যের বিষয়টি আলাদা গুরুত্বের দাবি রাখে।পৃথিবীর অন্যান্য দেশে এ নিয়ে আলাদা নিতিমালা ও তার কঠোর প্রয়োগ আছে। কিন্তু আমাদের দেশে নামমাত্র নিতিমালা থাকলেও তার প্রয়োগ একেবারেই নেই।

আমরা গুনগত মান নিয়ন্ত্রণ এ আপোষহীন একটি খাদ্যপণ্য উৎপাদন ও সরবরাহ ব্যাবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। আমাদের নিজস্ব  উৎপাদন ব্যবস্থার পাশাপাশি অন্যান্য মানসম্মত এই রকম ক্ষুদ্র উৎপাদনকারী প্রতিষ্ঠান  হতে পণ্য সংগ্রহ করে সরাসরি ভোক্তার কাছে পৌছে দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ্।

আসীলাহ্ নিঃসন্দেহে একটি মুনাফা নির্রভর ব্যবসায়িক প্রতিষ্ঠান । তবে সেই ব্যবসা আমরা সততা ও ইনসাফের আলোকে করতে চাই। আল্লাহ্ তাওফিক দাতা।

আমাদের উদ্দেশ্য:

  • একটি ভেজালমুক্ত নিরাপদ খাদ্যব্যাবস্থা গড়ে তোলা।
  • নিজেদের ও অন্যান্য মুসলিম ভাইদের জন্য হালাল উপার্জনের চেষ্টা করা
  • নিরবিচ্ছিন্ন ও দ্রুততম সময়ে সেবা  পৈছে দেয়া।
  • সর্বোপরি সততা ও ইনসাফের আলোকে ব্যবসা পরিচালনা করা।

আল্লাহ আমাদের সঠিক পথে থাকার তাওফীক দিন। — আমীন।